সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া এলাকা থেকে একদিন বয়সী এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক হাফিজ রায়হান জানান, সকালে বড় হামকুড়িয়া এলাকায় একটি কালভার্টের নিচে পানির উপর ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় মুরুব্বিদের সহায়তায় দাফনের ব্যবস্থা করা হয়।
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাত গঠানোর পর শিশুটির মরদেহ আজ ভোরে ব্রীজের নিচে ফেলে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন