লক্ষ্মীপুরের কমলনগরে দুই বোনকে গণধর্ষণের প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের তমিজ মার্কেট সংলগ্ন যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী ও সাবেক জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দেখে একটি মহল ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
প্রসঙ্গত, ২৯ মার্চ মঙ্গলবার রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যাক্ত বাড়িতে দুই বোন গণধর্ষণের শিকার হন। কিন্তু ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব