লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দুই সহোদর বোনকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর উভূতি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় পশ্চিম চর উভূতি গ্রামের মো: শাহজাহান গং ও মালেক ও রফিক গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বেলা ১১ টার দিকে বিরোধীয় সম্পত্তির উপর মালেক ও রফিক গংরা ঘর নির্মাণ করতে যান। এসময় মো: শাহজাহান গংরা তাদের বাধা প্রদান করে তাদের ঘর ভাংচুর করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে মালেক ও রফিকদের পক্ষ নিয়ে ৫০ থেকে ৬০ জন ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহজাহান গংদের উপর পাল্টা হামলা চালায়। এসময় তাদের দুটি ঘর ভাংচুরসহ ঘরে থাকা শাহজাহানের দুই মেয়েকে ৫-৬ জন মিলে শাররীক নির্যাতন ও ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় জোৎসনা, হাছিনা আক্তার, সাইফুল ইসলাম, সায়রা, সাহাবুদ্দিন, আবুল কালাম, নুরনবী, বিবি কুলছুম, শাহীন আক্তারসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন।
লক্ষ্মীপুর সদর থানার এস আই আফসার উদ্দিন রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।