রেলের দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধের দাবিতে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ করেছে কমিউনিস্ট পার্টি ও বাসদ।
মঙ্গলবার দুপুরে সিপিবি ও বাসদের উদ্যোগে জামালপুর জংসন স্টেশনে আলী আক্কাসের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দুর্নীতি, লুটপাট ও অপচয় রোধ করে রেলওয়েকে রক্ষার দাবি জানান।
সমাবেশ সিপিবি নেতা আহসান হাবি খান লাবলু, বজলুর রশিদ বজলু, মনিরা বেগম,মোজাহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে রেল অভিযাত্রা সফল করতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।