মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রেল ব্রীজের সন্নিকটে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে।
সকালে রেল ব্রীজের নিকট অজ্ঞাত এক যুবক (৩০) লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা আব্দুস সাত্তার জানান, প্রাথমিক ভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।