বেআইনীভাবে ইট পোড়ানোর অভিযোগে বাগেরহাটে একটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট এলাকার জলন্ত ইট ভাটায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়ে সেটি গুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট পিজুস চন্দ্র দে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই ইট ভাটায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ইট ভাটার মালিক পালিয়ে যায়। পরে বেআইনীভাবে ইট পোড়ানোর কারনে বাগেরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটায় আগুন নিভিয়ে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ভ্রাম্যমান আদালতের সাথে বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ