শাসক গোষ্ঠি পার্বত্যাঞ্চলের জুম্ম জাতিদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতারা। তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির নামে পাহাড়ে জুম্ম জাতিদের সাথে প্রত্যারণা করা হয়েছে। শাসক গোষ্ঠীর শাসন চালানোর জন্য এ চুক্তি করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি।
মঙ্গলবার সকালে রাঙামাটির কুদুকছড়ি ইউনিয়নের বড় মোহন উচ্চ বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) কেন্দ্রীয় কমিটির ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর গণসমাবেশে তারা এসব অভিযোগ তোলেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পার্বত্যাঞ্চলের সকল জুম্ম জাতি গোষ্ঠীকে বাঙালী পরিচয় দিয়েছে। তাই পার্বত্যাঞ্চলে সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মুক্তির সনদ পূর্ণ স্বায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।
গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইকেল চাকমার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউপিডিএফ'র কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সিমন চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা ও সাধারণ সম্পাদক কাজলিকা ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা মত প্রকাশের স্বাধীনতাসহ সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। গণতান্ত্রিক সভা-সমাবেশ এবং সামাজিক ও জনকল্যানমূলক কাজে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ বন্ধসহ তনু হত্যার বিচারের দাবি তোলেন তারা।
সমাবেশে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার উপজাতি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ