সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকচাপায় আলহাজ্ব (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে দুর্ঘটনা কবলিত ট্রাকে অগ্নিসংযোগ ও আরও ৪টি ট্রাক ভাংচুর করে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মাইঝাইল-রান্ধুনীবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ্ব মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রাজাপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, আলহাজ্ব দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছলে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর স্থানীয় মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাসহ বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করে তাতে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে জনগণ ওই রাস্তা অবরুদ্ধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহতের পরিবারকে রাজাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০ হাজার ও নিজের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়েছে বলেও তিনি জানান।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ জানান, এ ঘটনার পর ওই এলাকায় বালুর পয়েন্ট থেকে ট্রাকে করে বালু বহন সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার ও আমার পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব