বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মো. শাহ আলম নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল এই দণ্ডাদেশ দেন। দন্ডিত শাহ আলম বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামের বাসিন্দা।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ওই ছাত্রীর বাড়ি ও শাহ আলমের বাড়ি একই এলাকায়। শাহ আলম বিভিন্নভাবে কথার ফাঁদে ফেলে প্রায়ই ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলো। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর ওই ছাত্রীকে নিয়ে জোর করে একটি দোকানে প্রবেশ করে শাহ আলম। দোকানের ঝাপ আটকে তার যৌন হয়রানি করার সময় স্থানীয় জনতা শাহ আলমকে হাতেনাতে ধরে বাবুগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ গিয়ে শাহ আলমকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে বিচারক এক বছরের কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ