বগুড়ার শিবগঞ্জে চাউলাপাড়ায় গ্রামের সানশেড ভেঙে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তাহেরুল ইসলাম (২৬) উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজীতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে চাউলা পাড়ার মাছ ব্যবসায়ী জাহিদুল ইসলামের বাড়ীর নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত প্রধান ফটকের সানশেডটি ধসে তার শরীরের উপর পড়লে তাহেরুল ইসলাম গুরুতর আহত হয়। সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব