দিনে দুপুরে দুর্বৃত্তের হামলায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের সোর্স হিসেবে পরিচিত 'ন্যাশনাল লিটন' গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনের পূর্ব দিকে হামলার এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, পার্বতীপুর শহরের কুলিপাড়া মহল্লার মৃত আতাউর তালুকদারের ছেলে ন্যাশনাল লিটন (৪০) দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স হিসেবে কাজ করে আসছিল। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় শহরের নতুন বাজার এলাকার মাদক ব্যবসায়ীদের সহযোগীরা লিটনের ওপর হামলা চালাতে পারে। এ সময় হামলাকারীদের ধারালো ছুরির আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করে।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ