লক্ষ্মীপুরের কমলনগরে এক বাড়িতে ডাকাতদের লুটপাটে বাধা দিতে গিয়ে গুলিতে গৃহকর্তা নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার ছেলে ও নাতি।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর লরেন্সে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল ওদুদ জমাদার (৬০) ওই গ্রামের প্রয়াত চকু মিয়া জমাদারের ছেলে।
আহতরা হলেন- নিহত ওদুদু জমাদারের ছেলে আবদুর রহমান (৪৫) ও নাতি রাসেল মিয়া (১৯)। তাদের গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে একদল ডাকাত আবদুল ওদুদের বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে। তাতে বাধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওদুদের মৃত্যু হয় এবং গুলিবিদ্ধ হন দুইজন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব