সিরাজগঞ্জের কামারখন্দে দু’ ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ও পিছন থেকে আরো একটি ট্রাক ধাক্কায় ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুুলিশ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮ টার দিকে যানজট কমিয়ে আনে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক শিমুলতলা এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আরো একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালক নিহত হন। এসময় হেলপার ও যাত্রীসহ আহত হয় ৪ জন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/হিমেল