মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ মণ অবৈধ জাটকা আটক করেছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত , কালকিনি থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা ও এস আই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভূরঘাটা স্ট্যান্ডে গ্রামীন পরিবহন থেকে উক্ত জাটকা উদ্ধার করে।
পরে সকালে তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরন করা হয়। আটককৃত জাটকা ভূরঘাটা বাজার থেকে ঢাকা নেয়া হচ্ছিল।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/হিমেল