৫ বছর বঞ্চিত থাকার পর পৌর এলাকার উন্নয়নের ১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়ায় আজ সকালে আনন্দ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
সকালে ১১টায় পৌরসভার সামনে জমায়েত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ সাইদুর রহমান।
শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখে হাসিনা ও স্থানীয় এমপি আব্দুল ওদুদকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেষ্টুন করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।
ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ সাইদুর রহমান এবং স্থানীয় এমপি আব্দুল ওদুদের প্রচেষ্টায় পৌর উন্নয়নে ইউজি প্রকল্পে ১৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। ইতিমধ্যে ১৫ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়েছে।