সোহাগী জাহান তনু হত্যার সঠিক তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে আজ নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।
আজ ছোট বাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বেলা ১২ টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি তেরী বাজার, বড় বাজার, আরামবাগ ও আখড়ার মোড় হয়ে পুনরায় শহীদ মিানের এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, স্বাবলম্বীর কহিনুর বেগম, নারী প্রগতির আলী আমজাদ আন্টু, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খানসহ সকল সাংস্কৃতিক সামজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিচারকার্য নিয়ে তালবাহানা চলবে না। অবিলম্বে তনু সহ সকল ধর্ষণ ও হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্থি নিশ্চিত করতে হবে।
হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/হিমেল