মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে একটি পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের রাজ্জাক তায়ানীর পুকুরে বিষ প্রয়োগ করে। বিষক্রিয়ায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।
ক্ষতিগ্রস্ত মৎসচাষী রাজ্জাক তায়ানী বলেন,‘রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। সকালে দেখি আমার লক্ষাধিক টাকার রুই,কাতল, মৃগেল মাছ মরে ভেসে উঠেছে। শত্রুতা হয়ত কারো সাথে আমার থাকতে পারে। তাই বলে মাছের সাথে শত্রুতা?
এদিকে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান বিষয়টি তিনি এখনও জানেন না।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/হিমেল