মানিকগঞ্জ শহরের বৈকালী আবাসিক হোটেলের সামনে থেকে ৭৬ পুরিয়া হিরোইনসহ সেন্টু মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। সেন্টু মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশরা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন