বাগেরহাটের মোরেলগঞ্জ শেখ রেশমা (৩৫) নামে এক হিজড়াকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক বহন ও বিক্রির দায়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা তাকে এই দণ্ডাদেশ দেন।
শেখ রেশমা মংলা পোর্টের নতুন কবরস্থান এলাকার মো. ওমর আলী শেখের সন্তান।
থানার এসআই আব্দুল মান্নান জানান, বুধবার রাত ১১টায় পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে আটক হয় রেশমা। পুলিশ তার নিকট থেকে ৪৫ পুরিয়া গাঁজা, গাঁজা মাপার একটি বাটখারা, একটি ছুরি ও গাঁজা বিক্রির কিছু টাকা জব্দ করে। আজ সকালে তাকে সোপর্দ করা হয় ভ্রাম্যমাণ আদালতে। রেশমা একজন পেশাদার মাদক ব্যাবসায়ী বলে পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৬/ রশিদা