পুরনো দুঃখ, গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। প্রতিবছরের মতোএবারও সরকারি-বেসরকারি নানা উদ্যোগে চলছে বাংলা বর্ষবরণ।
পহেলা বৈশাখে কুমিল্লা জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার , কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন অংশগ্রহণ করেন।
এরপর ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রা, সেটি স্টেশন ক্লাবে এসে শেষ হয়। শোভাযাত্রায় তরুণ-তরুণীরা হাতে ড্রাগন, মোরগ, মুখোশ, প্ল্যাকার্ডসহ বাঙ্গালীর বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করে উল্লাসে মেতে ওঠে ।
বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুমিল্লা স্টেশন ক্লাবে জেলা শিল্পকলা একাডেমি-শিশু একাডেমির আয়োজনে গ্রামীণ মেলা-শিশু আনন্দ মেলার আয়োজন করা হয়। কুমিল্লা নগরীর সিটি পার্ক ও ধর্মসাগরের পাড়ে মানুষের উপস্থিতিতে পা ফেলার জায়গা নেই।
এদিকে, কুমিল্লা জেলা প্রশাসন পহেলা বৈশাখে ইলিশ মাছ খাওয়া থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়ে এবারের পহেলা বৈশাখে অতিথিদের আপ্যায়নে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পান্তা-ইলিশের আয়োজনের পরিবর্তে পান্তা -মরিচ-ভর্তা-ভাজির আয়োজন করেছে।
বর্ষবরণ জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা