স্থায়ী স্কেলভুক্ত ও বকেয়া পারিশ্রমিকের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুরের নকলনবিসরা (এক্সট্রা মোহরার)।
বাংলাদেশ এক্সটা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর সাব রেজিস্ট্রী অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে এসোসিয়েশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় দুইশ’ মোহরার উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, এসোসিয়েশনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মানিক, সদর সভাপতি সাইফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ৩০ সেপ্টেম্বর ২০১৩ সালে জাতীয় সংসদে আইনমন্ত্রী এক প্রশ্নের উত্তরে এক্সট্রা মোহরারদের চাকুরী স্থায়ী হবে বলে সংসদকে অবহিত করেন। কিন্তু এখনো তা কার্যকর হয়নি।
মোহরারদের পারিশ্রমিক বাবদ প্রতি ১ পৃষ্ঠার জন্য ৪০ টাকা আদায় করে ২৪ টাকা মোহরারদের প্রদান করা হয়, আর বাকী ১৬ টাকা সরকার রাজস্ব হিসেবে আয় করেন। এক্ষেত্রেও এক বছরের অধিক সময় পারিশ্রমিক বকেয়া থাকায় তারা শান্তিপূর্ন আন্দোলনে নেমেছেন বলে জানান।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ হিমেল-১৯