চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। রবিবার সকালে চন্দনাইশ উপজেলার হাছানদন্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল রাজধানী ঢাকার মিরপুরের ফজলুল হকের ছেলে।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, আজিজুলসহ তার চার বন্ধু মাইক্রোবাসে করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। তাদের বহনকারী মাইক্রোটি হাছানদন্ডী এলাকায় আসলে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল নিহত এবং তার চার বন্ধু আহত হন। আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/ এস আহমেদ