নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে এক গৃহবধূকে প্রকাশ্যে লোকজনের সামনে গাছের ডাল ও লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহজাহানসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে
এদিকে এই ঘটনায় এএসপি সদর সার্কেল নব যতি খিসাকে রবিবার দুপুরে ঘটনাস্থলে পাঠিয়েছেন পুলিশ সুপার।
নির্যাতনের শিকার শাহানা হাতিয়া পৌরসভার ৫নং ওয়াডের বাসিন্দা। তিনি জানান, তার স্বামী মারা যাওয়ার পর থেকে নানা অজুহাতে শাহজাহান ও তার সহযোগীরা শাহানার চাঁদা দাবি করে আসছে। কয়েকবার তাকে চাঁদার টাকা দেয়াও হয়েছে। গত সোমবার শাহানা তার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা উপজেলা সদরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে রাখতে যাচ্ছিলেন। এ সময় শাহজাহান পথরোধ করে তাকে প্রথমে গাছের ডাল ও পরে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে শাহানা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, শাহাজাহানসহ অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত শাহজানকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামি ধরতে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় রবিবার দুপুরে এএসপি সদর সার্কেল নব যতি খিসাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা