সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে টিনের ঘর বহন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাদশা প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা প্রামাণিক ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বাদশা প্রামাণিকসহ কয়েকজন একটি টিনের ঘর মাথায় বহন করে এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যাচ্ছিলেন। পথের মধ্যে বিদ্যুতের খুঁটি থেকে বসতবাড়িতে সংযোগ নেয়া তারের সাথে টিনের স্পর্শ লেগে ঘরটি বিদ্যুায়িত হয়। এ সময় বাদশাসহ ৭ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর বাদশা মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৬/ রশিদা