বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলী ফরেষ্ট ক্যাম্প এলাকায় ৪ দিনের ব্যবধানে ফের আগুন লেগেছে। সোমবার আব্দুল্লার ছিলা এলাকায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের মোড়েলগঞ্জ ইউনিট, সুন্দরবন বিভাগ ও স্থানীয় কয়েকশ এলাকাবাসী ।
তবে সুন্দরবন বিভাগ বলছে, আগুন এমনিতেই লাগেনি, দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে আবারও আগুন লাগিয়ে দিয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছপালা। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছরের ২৭ মার্চ ও ১২ এপ্রিল সুন্দরবনের একই এলাকায় অগ্নিকান্ডে প্রায় ১০ একর বনভুমি পুড়ে যায়। ১২ এপ্রিলে লাগা আগুন বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণে আসে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনাস্থন থেকে মুঠোফোনে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে লোকালয়ের সাধারন মানুষ আব্দুল্লার ছিলা এলাকায় আগুন দেখতে পায়। তাদের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহয়তায় দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে সুন্দরবন বিভাগ।
আগুন যেন দ্রুত বনে ছড়িয়ে না পড়ে সেজন্য সেখানে ফায়ার লাইন ( নালা) কেটে তাতে পানি ভরে দেয়া হচ্ছে। দুপুর সাড়ে ১২ টার দিকে মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। দুপুর দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, আব্দুল্লার ছিলা এলাকায় গত ১২ এপ্রিলের অগ্নিকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার আদালতে যে ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে তারা ও তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়েই পুনরায় এ ঘটনা ঘটিয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-০৬