মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ হাসান (২১) কারাগারে মারা যাওয়ার ঘটনায়
বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। আসিফের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজও বিক্ষোভ করছে তারা। এ ঘটনায় দায়ী পুলিশে সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, ইউপি নির্বাচনের পরাজিত প্রার্থীর লোকজন গত ১২ এপ্রিল রাতে আসিফকে বেদম প্রহার করে। অভিযোগ ওঠে, রহস্যজনক কারণে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে গুরুতর অবস্থায় গ্রেফতার করে। মাথায় আঘাতপ্রাপ্ত আসিফ বমি করা সত্ত্বেও তাকে নামে মাত্র চিকিৎসা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক সিটি স্ক্যান করার পরামর্শ দিলেও তা করা হয়নি। পরে কারাগারেই আসিফ মারা যায়।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯