মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল বোমা উদ্ধার করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে ওই ককটেল বোমাগুলো উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন জানান, পুরন্দপুর গ্রামের একদল কৃষক কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। তারা কবরস্থানের কাছে পৌঁছালে লাল ও কালো টেপ দিয়ে জড়ানো কয়েকটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি ও কালো টেপ দিয়ে মোড়ানো ৩টি ককটেল বোমা উদ্ধার করে। কী উদ্দেশ্যে কারা বোমাগুলে সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ