আজ সোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ টিপু মেকার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত টিপু হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
আজ বেলা সাড়ে ১২টার দিকে শহরের বড়ইন্দারা মোড়স্থ শাহজাহলাল ব্যাংকের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। টিপু মেকার একটি টিফিন বাটিতে করে ইয়াবাগুলো বহন করছিল।
গ্রেফতারকৃত টিপু মেকার জানায়, ইসরাইল নামে অপর এক ব্যক্তি তাকে বাগডাঙ্গা থেকে মোটরসাইকেলে শহরে নিয়ে আসছিল। কিন্তু র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে টিপু মেকারকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায়। পরে র্যাব তাকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/শরীফ