ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার দায়ে মঙ্গলবার সকালে রাজু মন্ডল (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে জেলার শৈলকুপা শহরের করিবপুরে স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গৌতম অধিকারী নামে এক ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা করা হয়েছে। এ সময় ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়।
হরিণাকুন্ডু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, সকালে ভায়না গ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করার সময় হাতেনাতে রাজুকে আটক করে পুলিশ। এদিন সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন তাকে ছয় মাসের বিনাশ্রম দন্ডাদেশ দেন। এছাড়া শৈলকুপা থানার এসআই কামাল হোসেন জানান, দীর্ঘ চার বছর ধরে গৌতম অধিকারী নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার তাকে ১৫ দিনের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই ক্লিনিকটি সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গৌতম মাগুরা জেলার শিবরামপুর গ্রামের গোবিন্দ অধিকারীর ছেলে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ