খাগড়াছড়ি জেলার মটিরাঙ্গা পৌরসভার আদর্শ গ্রামে নিজ বাড়ি থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা হোসনে আরা বেগম (২৫) ও তার এক বছরের শিশুসন্তান মো. জাহেদুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশ দু'টি উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী ইয়াছিন, শ্বশুর ও দেবর পলাতক রয়েছে।
জানা গেছে, হঠাৎ ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে তার জা (দেবরের বউ) রাবেয়া আক্তার ঘরের দিকে ছুটে যায়। এই সময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে দরজা ভেঙে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন।
জানা গেছে, ছয় বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনে আরা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে একাধিক বার সালিশও হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাহাদাত হেসেন টিটো ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটা কি হত্যা, নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৬/ এস আহমেদ