ঝিনাইদহ সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠ থেকে নিখোঁজ কলেজছাত্র সোহানুর রহমান সোহানের গুলিবিদ্ধ লাশ মিলেছে চুয়াডাঙ্গায়। নিখোঁজের ১২ দিন পর আজ বুধবার সকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার বুলকিয়া চন্দতলা মাঠে সোহানুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আজ বুধবার সকাল ৭টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। গত ১০ এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ