বিয়ের ১২ বছর পর এক সঙ্গে পাঁচ সন্তানের মা হয়েছেন গাইবান্ধার আরজিনা বেগম (৩২)। মঙ্গলবার রাত আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচটি সন্তানের জন্ম হয়।
অস্ত্রোপচার করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী। তিনি জানান, 'বিকেল পাঁচটায় আরজিনা ভর্তি হয়। স্বাভাবিক প্রসব না হওয়ায় রাত নয়টায় অস্ত্রোপচার করা হয়। পাঁচটি সন্তানের মধ্যে তিনটি ছেলে এবং দুটি মেয়ে।'
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম। বর্তমানে মা ও সন্তানেরা সুস্থ আছে। সিরিকুল ঢাকার একটি গার্মেন্টে কাজ করেন।
আরজিনার শাশুড়ি নুর মহল বেগম জানান, "১২ বছর আগে আরজিনার সঙ্গে সিরিকুলের বিয়ে হয়। একটা সন্তানের আশায় অনেক চিকিৎসা করছে। এতোদিন পর পাঁচ সন্তান হইছে, আল্লাহর কাছে শুকরিয়া জানাই।"
আবেগ আপ্লুত কণ্ঠে আরজিনা বেগম সাংবাদিকদের জানান, "অনেক সাধনার ধন আমার পাঁচ সন্তান। আমার বুকের মানিকরা য্যান সুস্থ থাকে সেজন্য আপনেরা দোয়া করবেন।"
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা