সাভারে পূর্ব শত্রুতার জেরে জাকির হোসেন নামের (৪২) এক হকার্স লীগের নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে সাভার পৌর এলাকার দিলখুশাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হকার্স লীগের ঐ নেতাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে নিজ দোকানে কাজ শেষ করে দিলখুশাবাগ দিয়ে বাড়ি ফিরছিলেন সাভার থানা হকার্স লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।
এসময় সে দিলখুশাবাগ এলাকায় পৌঁছলে একটি অঞ্চলিক সড়কে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে একটি মার্কেটের নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, হকার্স লীগ নেতাকে কুপিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৩