নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলষ্টেশনের পাশ থেকে অজ্ঞাতনামা ৬০ বছর বয়সের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
আত্রাই থানার ওসি মাসউদ চৌধুরী জানান, সকালে আহসানগঞ্জ রেল ষ্টেশনের পাশের একটি ভুট্টা ক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, লাশ উদ্ধারের সময় বৃদ্ধার পড়নে চেক শাড়ী, হলুদ রংয়ের ব্লাউজ ও পেটিকোর্ট ছিল। তবে লাশে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৭