চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোনিয়া খাতুন (১৪) নামে এক মাদরাসা ছাত্রীকে মেরে অজ্ঞান করার প্রতিবাদে আজ বুধবার সকালে প্রতিষ্ঠানটি ঘেরাও করেছে এলাকাবাসী। আজ বুধবার সকাল ১০টায় চৌডালা ইউনিয়নের নন্দলালপুরস্থ দাখিল মাদরাসাটি ঘেরাও করে তারা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার নবম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুনকে একই মাদরাসার শিক্ষক সফিকুল ইসলাম ক্লাসে মারধর করেন। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদেই আজ বুধবার বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটি ঘেরাও করে।
এ ব্যাপারে মাদরাসার সুপার মো. এনামুল হক শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি স্বীকার করেছেন। তবে মাদরাসাটি ঘেরাওয়ের কথা অস্বীকার করে তিনি জানান, ঘটনাটি নিয়ে কতিপয় ব্যক্তি অপপ্রচার চালাচ্ছিল। তাই এলাকার লোকজনকে বিষয়টির মীমাংসার জন্য ডাকা হয়েছিল এবং তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ