কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার ভোরে অভিযান চালিয়ে ১৪ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ারসহ মাদক ব্যবসায়ী মোঃ আরব আলীকে (৩২) আটক করেছে র্যাব।
আটককৃত আরব উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের মৃত শুক্কুর মিয়ার পুত্র।
বুধবার দুপুরে র্যাব সূত্রে জানা গেছে, আটককৃত আরব আলীর দোকানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাব ১৪ বোতল হুইস্কি ও ১২ বোতল বিয়ারসহ ব্যবসায়ী মোঃ আরব আলীকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২