মাদারীপুরে এক টানা ৫ দিন ধরে নির্যাতনের পর এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ কির্ত্তনীয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজৈরের আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে ওই তরণীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৫ বছর আগে কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক তরুণীর সাথে আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শিশির কির্ত্তনীয় নামে এক শিক্ষক পেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তার সাথে ওই শিক্ষক দৌহিক সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ ওই তরুণীর। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে শিশির বিয়ে করতে অপরাগত প্রকাশ করে। এক পর্যায়ে ওই তরুণী গত শুক্রবার সকালে শিশিরের বাড়িতে গেলে তার বড় ভাই বিদ্যুৎ কির্ত্তনীয়াসহ বাড়ির লোকজন আটক রেখে নির্যাতন শুরু করে। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে মঙ্গলবার সন্ধ্যায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রাজৈর থানা পুলিশ ঘটনান্থল গিয়ে ঘটনার সত্যতা পান। পরে তরুনীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিদ্যুৎ কির্ত্তনীয়াকে আটক করে পুলিশ।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কনা জানান, ‘একটানা ৫ দিন ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণীকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি জানা মাত্রই আমি ছুটে আসি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে অভিযুক্ত বিদ্যুৎ কির্ত্তনীয়া আটক করেছে পুলিশ।’
রাজৈর থানার এসআই অমল কুমার রায় জানান, ঘটনাস্থলে এসে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তরুণীকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে রাজৈর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব