আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১১২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী ও একটি কভার্ড ভ্যান আটক করেছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুর রশিদ জানান, সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের সোনামসজিদ মহাসড়কে কেয়া ফিলিং স্টেশনের সামনে একটি কভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ১০২৫ বোতল ফেন্সিডিল আটক করা হয়। তবে এ সময় এর চালক ও সহকারী পালিয়ে যায়।
অপরদিকে, সকাল সাড়ে দশটায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা রেল বাজার এলাকায় লাল মোহম্মদ (২২) নামে এক ব্যক্তিকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক লাল মোহম্মদ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুরের আব্দুল হান্নানের ছেলে। এ ব্যাপারে সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৮