ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রাক চাপায় শমলা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ধারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শমলা খাতুন পূর্বধারা গ্রামের হারেজ আলী’র স্ত্রী।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক শমলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৯