ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে বাল্য বিয়েতে অংশ নেয়ায় বর ও কাজীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো: রাশেদুল হক প্রধান বাল্য বিয়ের অপরাধে বরকে ১৫ দিন বিনাশ্রম ও কাজীকে ২০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আকালুর পুত্র বর ইসলাম (২৪) এর সাথে ভেলাজান চিলারং ইউনিয়নের এক কন্যা শিশুর বিবাহ্ দেওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বর ইসলাম ও কাজী আব্দুল কাদের (৫২) কে গ্রেফতার করে। কাজী ঠাকুরগাঁও পাহাড় ভাঙ্গা বাশগাঁড়া দাখিল মাদ্রাসার শিক্ষক।
সহকারী কমিশনার (ভুমি) মো: রাশেদুল হক জানান, বাল্য বিবাহ আমাদের সমাজে একটি ভাইরাসের মতো। এটাকে নির্মূল করা গেলে মাতৃ মৃত্যুর হার অনেক কমানো যাবে। আর যে সকল কাজী বাল্য বিবাহ দেয় তাদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-২০