চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৩ ভরি খাঁটি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ শফিউল আলম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৬ বিজিবি সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক করা মালামালের মূল্য ৩৮ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় ৬ বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ। আটক শফিউল আলম একই গ্রামের রবিউল হকের ছেলে।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন