বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে পুত্রবধূ ধর্ষণ চেষ্টার মামলায় শ্বশুর মোবারক আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত মঙ্গলবার সকালে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতারের পর ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনায়েতউল্ল্যাহ তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে ওই দিন সকালে বাবুগঞ্জ থানায় ওই পুত্রবধূ বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, শ্বশুর মোবারক আলী তাকে প্রায়ই কু-প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় সুযোগের অপেক্ষায় ছিল শ্বশুর মোবারক। গত ১৩ এপ্রিল ছেলে ঘরে না থাকার সুযোগে কৌশলে পুত্রবধূর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায় মোবারক আলী।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন