খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় এক রশিতে মা ও ছেলের মৃত্যুর ঘটনায় লাশ ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল থেকে পুলিশের উদ্ধার করা চিরকুটে লেখা মায়ের অনুরোধটিও রাখেনি পুলিশ।
চিরকুটে মা হোসেন আরা বেগম লিখেছিলেন 'বাঁচতে চেয়েও বাঁচতে পারলাম না আমি ও আমার ছেলে।' চিঠিতে আরো উল্লেখ ছিল, 'আমি ও আমার ছেলে জাহেদুলকে একসাথে যেন কবর দেয়া হয় এবং পোষ্টমটেম করা না হয়।'
চিরকুটের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: সাহাদাত হেসেন টিটো । তিনি জানান, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে মৃত হোসনে আরার মা ছানোয়ারা বেগম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় হোসনে আরার স্বামী ইয়াসিনকে আসামী করে মামলা দায়ের করেছেন। স্বামী ইয়াসিন পালাতক রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-২২