রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৩৪ বসতঘর।
মঙ্গলবার মধ্যরাতে মরিয়ম নগরের রশিদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ না করলেও স্থানীয়দের দাবি, প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ নারায়ন চক্রবর্তী জানান- বৈদ্যুতিক গোলোযোগের কারণে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও কালুরঘাট ইউনিটের চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩২ টি কাঁচা ও ২টি মাটির ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। আরো ভালো ভাবে খতিয়ে দেখার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন