মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্মরণে শোক সভা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, সৈয়দ মহসীন আলী একজন সাদামনের মানুষ ছিলেন।
তিনি আজ বুধবার শহরের পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত শোক সভায় একথা বলেন।
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু এর যৌথ পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড: মিছবাহ উদ্দীন সিরাজ, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এছাড়া অনুষ্ঠিত বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দীন আহমদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, প্রায়ত সমাজকল্যাণ মন্ত্রীর সহধর্মী সৈয়দা সায়রা মহসিন এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ও প্রায়ত সমাজকল্যাণ মন্ত্রীর মেয়ে সৈয়দা সানজিদা শারমীন।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন