নোয়াখালী সদর উপজেলার কাশিপুর গ্রামে বিষ প্রয়োগ করে একটি মৎস্য খামারের অন্তত ১৫ লাখ টাকা মূল্যের মাছ নিধন করা হয়েছে। খামার মালিকের অভিযোগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থীতার ঘোষণা দেয়ায় প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটাতে পারে।
ক্ষতিগ্রস্ত মৎস্য খামার মালিক নুরুল আমিন অভিযোগ করেন, জমি বিক্রির পর পুঁজি সংগ্রহ করে গত ১০ বছর থেকে বাড়ির পাশে একটি মৎস্য খামার গড়ে তোলেন তিনি। যেখানে রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়াসহ বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন। গত কয়েকদিন আগে স্থানীয় লোকজন বৈঠক করে তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলে এতে সম্মতি দেন তিনি। এরপর থেকে একটি পক্ষ তার বিরুদ্ধে চলে যায়। বুধবার সকালে হঠাৎ করে তার খামারের মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়। এরপর খামারের একপাশে পলিথিনের মধ্যে মাছ নিধনে ব্যবহৃত কিছু কেমিক্যাল পাওয়া যায়। রাতে যেকোন সময় এই কেমিক্যাল পুকুরের প্রয়োগ করা হয়েছিল বলে জানান তিনি। বেলা বাড়ার সাথে সাথে পুকুরের সবগুলো মাছ মরে যায়। অবস্থায় স্থানীয় লোকজন ভাসমান মাছ ধরে নেয়। জাল দিয়ে পুকুরের তলদেশ থেকে কয়েক মণ মরা মাছ তোলা হয়।
খবর পেয়ে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঘটনাস্থলে যায়। এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব