নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের চার বছর বয়সী শিশু নিখোঁজ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় ওই নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে।
নিখোঁজরা হলেন-চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বয়সী মেয়ে চাঁদনী।
জানা গেছে, রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ১০-১২ জন যাত্রীবাহী একটি নৌকাকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন চাঁন মিয়া, তার স্ত্রী ও মেয়ে।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ (এসআই) আবু তাহের জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন