পরকীয়ার জের ধরে বগুড়ার সোনাতলা উপজেলায় ধলু মিয়া (৪৫) নামে এক কৃষককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী মরিয়ম বেগম পলাতক রয়েছেন।
বুধবার বিকেলে খবর পেয়ে উপজেলার দিগদাইড় গ্রামের বাড়ি থেকে কৃষকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মৃত কৃষক ধলু মিয়া উপজেলার দিগদাইড় গ্রামের মৃত দবির আকন্দের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে ধলু মিয়ার স্ত্রীর পরকীয়া চলছিলো। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। বুধবার দুপুরেও এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে বিকেল ৩টার দিকে ঘরের তীরের সঙ্গে কৃষক ধলু মিয়াকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
তারা দাবি করেন, ‘পরকীয়ার জেরেই তার স্ত্রী ধলু মিয়াকে হত্যা করেছেন।’
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কৃষক ধলু মিয়া আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
তবে ঘটনার পর থেকে ধলু মিয়ার স্ত্রী পলাতক রয়েছেন বেলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন