রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেওয়া পাঁচ সন্তানের একজন মারা গেছে। দুই কন্যা সন্তানের একজন বুধবার রাত সাড়ে তিনটায় মারা যায় বলে হাসপাতালে পরিচালক আ স ম বরকতুল্লাহ জানিয়েছেন। তবে অপর এক কন্যা ও তিন ছেলে এবং তাদের মা সুস্থ আছে বলে জানান তিনি।
মঙ্গলবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আরজিনা বেগমের (৩২) পাঁচ সন্তানের জন্ম হয়। আরজিনার অস্ত্রোপচার করেন হাসপাতালের সহকারী অধ্যাপক চিকিৎসক সিরাজুম মুনিরা ডেইজী। তিনি জানান, ‘জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কা করছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না’।
বিয়ের ১২ বছর পর পাঁচ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম। সিরিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
আরজিনার শাশুড়ি নুর মহল জানান, অনেকদিন বাদে পাঁচ ছেলে-মেয়ের মুখ দেখে খুশি হইছিলাম। একট মেয়ে মারা গেছে। আল্লাহর ধন আল্লায় নিছে, কওয়ার কিছু নাই। বাকি ছেলে-মেয়েরা যাতে সুস্থ থাকে, আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৬/ রশিদা