কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত দুই জামায়াত নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন জামায়াত নেতা পৌর এলাকার পশ্চিম ধনমুড়ির মৃত বাচ্চু মোল্লার ছেলে ফজলুল হক মোল্লা, চাটিতলা গ্রামের আবদুল মজিদের ছেলে শাহ আলম, মাদক ব্যবসায়ী মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগের শুক্কর আলীর ছেলে আরব আলী ও ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের রমজান আলীর ছেলে সোহেল। বুধবার রাতে গ্রেফতার শেষে আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত আবদুল্লাহ আল মাহফুজ জানান, 'আটককৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী আরব আলী ও পুলিশের উপর হামলার ঘটনায় সোহেলকে গ্রেফতার করা হয়।'
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ